ওঁলা ওলিভারোস গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে সন্ন্যাসীনি হলেন। মডেলিং পেশায় বেশ জনপ্রিয় ছিলেন এই লাস্যময়ী। স্প্যানিশ এই মডেলের ঝলক দেখা গিয়েছে সেলুলয়েডের পর্দাতেও। কিন্তু আচমকাই সবকিছু বিসর্জন দিয়ে খোলামেলা বসন ছেড়ে তাঁর গায়ে উঠল নানের ইউনিফর্ম।
স্প্যানিশ মডেল জানান, জগতজোড়া খ্যাতি আর সাফল্যের পরও সুখী ছিলেন না তিনি। মনের মধ্যে ঘোরাফেরা করত উষ্ণ স্রোত। কিন্তু গির্জায় প্রার্থনা করতে যাওয়ার সময় নিজের মধ্যে এক আলোড়ন অনুভব করেন তিনি। এর পরই মাদ্রিদে এক ধর্মযাজকের সঙ্গে দেখা করেন। বুঝতে পারেন ঈশ্বর তাঁকে ডাকছে। সেই আহ্বান আর উপেক্ষা করতে পারেননি।