কোরিওগ্রাফার রেমো ডিসুজার 'এবিসিডি ২' তে অভিনয় করবেন বরুন ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুর। এই সিনেমাটির জন্য বরুণ এবং শ্রদ্ধাকে বিভিন্ন ধরনের নাচের স্টাইল শিখতে হয়েছে। বরুণ এই সিনেমার পর তাঁর হাতে রেমোর মতো ট্যাটু আঁকিয়েছেন এবং এ নিয়ে তিনি খুবই উত্তেজিত।
বরুণ জানিয়েছেন, 'এবিসিডি -২ এর জন্য আমাকে অনেক ওজন কমাতে হয়েছে। কিন্তু এই ছবির দৌলতে আমি আর শ্রদ্ধা বেশ অনেক ধরনের নাচের ধরন শিখতে পেরেছি। আমি এইজন্য খুব খুশি।'
শোনা যাচ্ছে সিনেমাটি স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে পারে। সিনেমাটির মুখ্য বিষয় হল সুরেশ মালহোত্রার তাঁর নাচেরদলকে নিয়ে ভাসাই থেকে লাস ভেগাসের যাত্রা। এই জার্নিতে বহু প্রতিকূলতা অতিক্রম করতে হয় নাচের দলটিকে।