কমেডি ছবি 'আন্দাজ আপনা আপনা'র সিকোয়েল বানাতে চলেছেন পরিচালক রাজকুমার সন্তোষী। তার থেকেও বড় খবর হল ছবির দুই নায়ক আমির ও সালমান ছবির সিকোয়েলে অভিনয় করার জন্যও প্রস্তুত হয়ে গিয়েছেন।
তবে, একইসঙ্গে পরিচালক জানিয়েছেন, একই সিনেমায় সালমান ও আমিরের মতো দুই বিগ বাজেটের তারকা নেওয়াটা সম্ভব নয়, সেই কারণেই এই ছবি প্রযোজনার দায়িত্ব যদি সালমান-আমির নেন তাহলেই এই ছবিতে তাঁদের নিয়ে কাজ করার কথা ভাবতে পারেন পরিচালক।
সন্তোষী জানিয়েছেন, 'আমির ও সালমান দুজনেই বলেছেন, চিত্রনাট্যটি ভাল ও মজাদার হতে হবে। যার পরতে পরতে থাকবে কৌতুক। ফলে এখন আমার দায়িত্ব ওঁদের মতো করে চিত্রনাট্যটি তৈরি করা।'
তবে সবদিক ভেবে চিন্তে শুধু সালমান বা আমির নয়, নতুন মুখ মাথায় রেখেও চিত্রনাট্যটি লিখবেন বলে জানিয়েছেন রাজকুমার সন্তোষী।