ভারতের কালার্স টিভির জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’ সিজন-৭ থেকে দৃষ্টি ধামিকে সরিয়ে দেওয়ার পর তার স্থলে কে আসছেন এ নিয়ে হয়ত জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। এক্ষেত্রে আগের সিজনগুলোর জনপ্রিয় সঞ্চালক মনীষ পলের নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে।
কেবল ‘ঝলক’ বলে নয়, মনীষ পল এর আগে ‘ডান্স কে সুপারস্টার’, ‘ স্টার ইয়া রকস্টার’, ‘ডান্স ইন্ডিয়া ডান্স’, ‘কমেডি সার্কাস’ এবং ‘ম্যাড ইন ইন্ডিয়া ’ এই রিয়েলিটি শোগুলো সঞ্চালনা করেছেন। সঞ্চালনার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন তিনি।
কালার্স কতৃপক্ষ জানায় , মনীষের জনপ্রিয়তার জন্য তাকেই প্রোগ্রামটির সঞ্চালক হিসেবে তারা ফের নিয়ে আসতে চান। কর্তৃপক্ষের সঙ্গে মনীষের সঞ্চালনা নিয়ে কথাবার্তা চলছে বলেও সূত্র জানায়। তবে অফারটা যেহেতু হঠাৎ করে এসেছে তাই ডেট নিয়ে একটু সমস্যা হচ্ছে। মনীষ ঝলকের সঞ্চালনার কাজটি করার আপ্রাণ চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে তার পরিচিতদের কাছ থেকে।