রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বলিউডে এই মুহূর্তের সবচেয়ে বড় আলোচিত বিষয়। তাদের প্রেম, বিয়ে নিয়ে গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে সব মহলেই। কিন্তু কি ভাবছেন রনবীর-ক্যাট? বিয়ের কথা না থাকলেও আপাতত তারা দুজনে একসঙ্গে থাকবেন বলেই খবর পাওয়া গেছে। তবে এবার আরো বড় খবর। ইতিমধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় কার্টার রোডে একটি ফ্ল্যাট কিনেছেন এই লাভবার্ড। এ দু'জন ‘জগ্গা জাসুস’ ছবির শ্যুটিং সেরে কিছুদিন আগে মুম্বাই ফিরেছেন।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্যাটরিনা অনেকদিন আগেই বাদ্রায় একটি ফ্ল্যাট কেনার ইচ্ছে প্রকাশ করেছিলেন। 'জগ্গা জাসুস'র শুটিংয়ের ফাঁকে দক্ষিণ আফ্রিকায় নিজের ঘরের জন্য একগুচ্ছ জিনিষ কিনেছেন ক্যাট। রান্নাঘরের জন্যই নাকি অনেক জিনিস কিনতে দেখা গেছে তাকে।
জানা যায়, দক্ষিণ আফ্রিকায় শ্যুটিংয়ের বাইরে তারা দুজনে নাকি একান্তেই সময় কাটিয়েছেন। আর এখন পাকাপকি একসঙ্গে থাকবেন বলে বেশ উৎসাহিত দুজনেই।