প্রথমবারের মতো একই চলচ্চিত্রে অভিনয় করবেন দুই লাঙ্ তারকা বিদ্যাসিনহা মিম ও মৌসুমী হামিদ। অনন্য মামুনের নির্মিতব্য 'ব্ল্যাকমেইল' চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। দুজনেই দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানান নির্মাতা। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন অনন্য মামুন। এতে নায়ক চরিত্রে কাস্ট করা হয়েছে কলকাতার হিরনকে। ঢাকা থেকেও একজন নায়ক নেওয়া হবে। চলচ্চিত্রের শুটিং ঈদের পর শুরু হবে। অনন্য মামুনের প্রথম পরিচালিত 'মোষ্ট ওয়েলকাম' এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার 'আমি শুধু চেয়েছি তোমায়' সুপারহিট ব্যবসা করে। দুটির চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্যে ইতোমধ্যে চলচ্চিত্রে স্থায়ী আসন করে নিয়েছেন তরুণ নির্মাতা অনন্য মামুন। এদিকে মীম ও মৌসুমী দুজনেই বলেন, চমৎকার গল্প এবং চরিত্রের চলচ্চিত্র হবে 'ব্ল্যাকমেইল'। এতে কাজ করতে যাচ্ছি বলে আনন্দিত।
অনন্য মামুন বলেন, আমি বরাবরই ভিন্ন ট্র্যাকের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করি। শিল্পী নির্বাচনও করি গল্পের প্রতি লক্ষ রেখে। তাই আমার চলচ্চিত্র সহজেই দর্শক গ্রহণযোগ্যতা পায়। আশা করছি 'ব্ল্যাকমেইল' আগের আমার দুই চলচ্চিত্রের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে। এতে মিম ও মৌসুমী চমৎকার দুটি চরিত্রে অভিনয় করবেন। গল্পের দিকে লক্ষ রেখেই তাদের এই চলচ্চিত্রে উপযুক্ত মনে হয়েছে। তাই দুজনকে কাস্ট করেছি। তা ছাড়া এই দুই নায়িকা অভিনয়ে ইতোমধ্যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আশা করছি আমার এই চলচ্চিত্রেও তারা দক্ষতা দেখাবেন।
ব্ল্যাকমেইল ছাড়াও আরও একটি যৌথ প্রযোজনার ছবির কাজ শুরু করবেন মামুন।