অপূর্বর বিপরীতে অভিনয় করছেন মডেল অ্যানি খান। রাশেদ রাহার পরিচালনায় 'আমাকে দিয়ে কিছু হবে না' নাটকে তারা জুটি হয়েছেন। নাটকটি রচনা করেছেন খাইরুল বাশার নির্ঝর। খুব সহজ সরল প্রকৃতির একজন মানুষ অপূর্ব। সে উপলদ্ধি করে তাকে দিয়ে কিছু হবে না। অপূর্ব বলেন, 'নাটকে আমার চরিত্রটি অন্যরকম। অভিনয় করে ভালো লেগেছে। অ্যানিও ভালো করেছে'। 'ভার্সেটাইল মিডিয়া' প্রযোজিত নাটকটি ঈদে প্রচার হবে।