মার্কিন কণ্ঠশিল্পী, মিউজিশিয়ান সেদেক জেন এখন ঢাকায়। বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। মার্কিন মুল্লুকের বড় বড় মঞ্চে গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত আয়োজনে সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন এই গুণী শিল্পী। দেশটির রিয়েলিটি শোগুলোর বিচারকের আসনেও দেখা গিয়েছে তাকে।
র্যাপধারার গানের এক ধরনের নতুন মাত্রা সৃষ্টি করেছেন সেদেক জেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে দু'টি মঞ্চে কাজ শেষ করে বাংলাদেশে এসেছেন তিনি। আগামীকাল মঙ্গলবার তিনি বাংলাদেশ ছাড়বেন।