বিভিন্ন সময়ে শ্রোতার মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয়, বৈচিত্র্যপূর্ণ ও নাটকীয় গানের ভাব অবলম্বনে নির্মিত এস এ টিভির জনপ্রিয় সিরিজ ধারাবাহিক 'রেইনফরেস্টে' সজল-বিন্দু, আমিন খান-মিলি, সজল-ভাবনা-কল্যাণ এবং সজল-মম এর পর এবার জুটি বাঁধছেন জনপ্রিয় তারকা দিনার ও ঈশানা। প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের ইতিহাসে সম্পূর্ণ নতুন, ক্লাসিক এবং ইনোভেটিভ আইডিয়ায় নির্মিত এ ধারাবাহিকের ছয়টি সিরিজ ইতিমধ্যে প্রচারিত হয়ে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় সপ্তম সিরিজে ব্রায়ান অ্যাডামসের বিখ্যাত 'প্লিজ ফরগিভ মি' গানের গল্প নিয়ে আসছেন দিনার ও ঈশানা। নাটকটি সম্পর্কে পরিচালক অনন্য ইমন বলেন-
'নাটকটি দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছায় তিনি অত্যন্ত অনুপ্রাণিত এবং সাফল্যের এ ধারাবাহিকতা রক্ষায় আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন।' ইতিমধ্যে প্রচারিত সিরিজগুলোতে গল্পনির্ভর জনপ্রিয় রবীন্দ্রসংগীত, বাংলা ক্লাসিকস ও বাংলা ফোক গানগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী সিরিজগুলোতে মন ছুঁয়ে যাওয়া ওয়েস্টার্ন ক্লাসিক গানের পাশাপাশি জীবনমুখী বাংলা গান এবং পর্যায়ক্রমে অনুমতি সাপেক্ষে জনপ্রিয় বাংলা ব্যান্ড ও আধুনিক গল্পনির্ভর গানগুলোকে প্রাধান্য দিয়ে আরও বৈচিত্র্য সৃজন করা হয়েছে বলে অনন্য ইমন জানান। সেই গানের গল্পগুলোতেও অভিনয় করবেন সময়ের জনপ্রিয় সব তারকা। 'রেইনফরেস্ট' প্রচারিত হয় প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এস এ টিভিতে। সিরিজটি রচনা করছেন হাবিব জাকারিয়া উল্লাস।