জন্মের পর থেকে অদ্যাবধি মা-বাবার সঙ্গে এক বাড়িতেই আছেন তারকা দম্পতি ঋষি কাপুর-নিতু সিং তনয় রণবীর কাপুর। কিন্তু গত এপ্রিলে প্রথম খবর চাউর হয়, মা-বাবাকে ছেড়ে নতুন বাড়িতে ওঠার পরিকল্পনা করছেন ৩২ বছর বয়সী এ 'বরফি' তারকা।
তিনি বাড়ি খুঁজছেন বলেও খবর চাউর হয়। এবার শোনা যাচ্ছে, এরই মধ্যে বাড়ি খোঁজার কাজ শেষ হয়েছে। প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে মুম্বাইয়ের কার্টার রোডের একটি ফ্ল্যাটে উঠছেন জুনিয়র কাপুর। সম্প্রতি 'জগগা জাসুস' ছবির শুটিং শেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তারা।