রবিবার সকালে নায়করাজের 'লক্ষ্মীকুঞ্জে' মুখোমুখি হয়ে তার জীবনের গল্প শুনেছেন অভিনেত্রী ভাবনা। হঠাৎ নায়করাজের সংগ্রামী জীবনের গল্প শুনতে ইচ্ছে হলো কেন? জবাবে ভাবনা বলেন, 'এবারের ঈদে বাংলাভিশনে আমার একক নৃত্যানুষ্ঠান প্রচার হবে। এতে একটি বিশেষ নৃত্য আমি নায়করাজকে উৎসর্গ করেছি। অনুষ্ঠান শেষে বাসায় ফিরে মনে হলো, যে প্রিয় নায়ককে আমি উৎসর্গ করেছি, তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কথাও হয়নি। তাই নিজ থেকেই এই জীবন্ত কিংবদন্তি নায়কের সঙ্গে পরিচিত হতে চেয়েছি। প্রিয় নায়কের সংগ্রামী জীবনের গল্প সরাসরি শুনতে চেয়েছি। তাই প্রবল বৃষ্টি উপেক্ষা করে তার প্রিয় লক্ষ্মীকুঞ্জে হাজির হয়েছি। তাকে কাছ থেকে দেখে অভিভূত হয়েছি এবং তার আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। তিনি যে সত্যিই নায়করাজ এ কথা মনেপ্রাণে উপলব্ধি করতে পেরেছি।'