তিন বছর ধরে সংসার করছেন ব্রিটিশ মডেল কেট মস এবং ব্রিটিশ গিটারিস্ট ও গায়ক জেমি হিন্স। গত বছর হলিউডের বিতর্কিত অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের সঙ্গে গানের কাজ করতে গিয়ে সখ্য গড়ে উঠেছিল জেমির। সম্প্রতি যুক্তরাজ্যে গিয়ে জেমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন 'মিন গার্লস' তারকা লিন্ডসে। এ জন্য লিন্ডসের ওপর প্রচণ্ড বিরক্ত হন কেট। তিনি ক্ষোভ চেপে রাখতে না পেরে সবার সামনেই লিন্ডসের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। সম্প্রতি যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁয় তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর জানিয়েছে ফিমেলফার্স্টডটকম। যুক্তরাজ্যে লিন্ডসের আগমনের বিষয়টিকে একদমই সহজভাবে নিতে পারেননি কেট।