'এক ভিলেইন' মুক্তির প্রথম দিনেই ১৬.৭২ কোটি টাকা ঘরে তুলে সাফল্যের খাতায় নাম লিখিয়েছে। কিন্তু নিজের এ সাফল্যের পিছনে শুধু মোহিতের একার হাত আছে বলে মনে করেন না এ পরিচালক। এ কৃতিত্বের একটা বড় অংশ তার স্ত্রী উদিতা গোস্বামিরও আছে বলে তিনি মনে করেন।। শুধু তাই নয়, এমনকি তাদের দাম্পত্য জীবন টিকে থাকার কারণও নাকি উদিতা।
এ সম্পর্কে মোহিত বলেন, 'উদিতার কারণেই আমরা আজও জুটি। এ সম্পর্কটা ধরে রাখার জন্য উদিতাই বেশি পরিশ্রম করে। উদিতা আমাকে বোঝে এবং আমি যা তাতেই সে খুশি। একজন পরিচালকের স্ত্রী হওয়ার পরও সে আমাকে কখনোই কোনো কিছুর জন্য চাপ দেয় না। সে আমার সব টাকা পয়সা দেখাশুনা করে এবং আমাকে শুধু পকেট খরচ দেয়। উদিতা ছাড়া আমি মোটেও সফল হতে পারতাম না।'