প্রতি ঈদের মতো এবারের ঈদেও থাকছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক। 'চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড' ও 'চৌধুরী খালেকুজ্জামানের মৃত্যুচিন্তা'র পর এবারের রোজার ঈদে প্রচার হবে হুমায়ূন আহমেদের 'চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়'। এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন প্রাণ রায়। এটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। শাওন বলেন, 'হুমায়ূন আহমেদ অসুস্থ অবস্থায় নিউইয়র্কে চৌধুরী খালেকুজ্জামানকে নিয়ে কয়েকটি গল্প বলেছিলেন। সেগুলো থেকে এবারের পর্ব নির্মাণ করা হচ্ছে। এর ৬০ ভাগ তিনি লিখেছিলেন। বাকি ৪০ ভাগ আমি শেষ করেছি। আর নাটকটি চ্যানেল আইতে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে।