আবারও নতুন একটি ছবিতে জুটিবদ্ধ হলেন নিরব ও অমৃতা। ছবির নাম 'টার্গেট'। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন। ছবিটির গল্প রচনা করেছেন অয়ন চৌধুরী। এরইমধ্যে নিরব ও অমৃতা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি মাসেই ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়। নিরব বলেন, আমি ও অমৃতা জুটি আবার একসঙ্গে অভিনয় করছি। আশা করছি ভালো কিছুই হবে। কারণ এই ছবিটির গল্প অসাধারণ। আমার চরিত্রে এর আগে এত ভিন্নতা ছিল না। ছবিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। নবাগত নায়িকা অমৃতা বলেন, নিরবের সঙ্গে অভিনয়ের মধ্যেই আমার চলচ্চিত্রে আগমন। তার সঙ্গে কাজ করতে গিয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করছি আমরা দুজনে একসঙ্গে হয়ে আরও বেশ কিছু ছবিতে অভিনয় করব। তারই নতুন একটি হলো টার্গেট।