সম্প্রতি কলকাতায় নতুন সিনেমা 'ববি জাসুস'-এর প্রচারণা করতে গিয়ে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে দেখা করেন হিন্দি সিনেমার অভিনেত্রী বিদ্যা বালান। তিনি জানান, অনেকদিন ধরেই প্রসেনজিতের
সঙ্গে অভিনয় করার ইচ্ছা থাকলেও উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা এখনো হয়ে ওঠেনি। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। আর তার সঙ্গে ববি জাসুস হিসেবেই দেখা করেছেন বিদ্যা। প্রিয় অভিনেতা প্রসেনজিৎকে 'বুম্বা দা' বলে সম্বোধন করেন বিদ্যা। জানান, গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন প্রসেনজিৎ। আর তার অভিনয়ের অনেকটা প্ররণাও জোগায় তিনি।