ছোট ও বড় পর্দায় অভিনয়ের পর এবারে মঞ্চনাটকে অভিষেক হচ্ছে হলিউডের বহুল আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহানের। মার্কিন নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ডেভিড ম্যামেট রচিত 'স্পিড-দ্য-প্লো' (১৯৮৮) নাটকটি নতুনভাবে মঞ্চস্থ করছে লন্ডনের ওয়েস্ট এন্ড থিয়েটার। নাটকটির অন্যতম প্রধান চরিত্র ক্যারেন। সম্প্রতি ক্যারেন চরিত্রে নিজের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছেন লিন্ডসে।
এর আগে এই চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা।
ডেভিড ম্যামেট মার্কিন চলচ্চিত্র ব্যবসার খুঁটিনাটি নানা বিষয় নিয়ে ব্যঙ্গাত্দক নাটক 'স্পিড-দ্য-প্লো' রচনা করেন ১৯৮৮ সালে।