রমজানের বিশেষ অনুষ্ঠান
পবিত্র রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। প্রতিদিন বিকাল ৪ টা ২ মিনিটে প্রচারিত হবে রমজানের রেসিপি নিয়ে অনুষ্ঠান 'রাঁধুনী রমজানে সুস্বাদে, সুস্বাস্থ্যে'। বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অপর্ণা। অনুষ্ঠানে রেসিপির পাশাপাশি নারীরা নিজেদের সাফল্যের কথা বলবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। বিকাল ৪টা ৪০ মিনিটে প্রচারিত হবে 'জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট'।
নোয়াশাল
কামরুল হাসান-এর রচনা ও মীর সাব্বিরের পরিচালনা ধারাবাহিক নাটক ' নোয়াশাল'। এটি প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে আরটিভিতে। নাকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্রসহ আরও অনেকে।
সোনালী মেঘের ভেলা
এম আসলাম লিটন এর রচনায় এবং তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন এর পরিচালনায় ধারাবাহিক নাটক 'সোনালী মেঘের ভেলা'। নাটকটি প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে দেশ টিভিতে।
এতে অভিনয় করেছন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মলি্লক জলি, মাসুদ আলি খান, তানিয়া হোসাইন, দিহান, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী, সারা যাকের। অনেক বাধা পেরিয়ে অবশেষে শ্রাবণী সক্ষম হয় বান্ধবীর বাইং হাউসের চাকরিতে যোগ দিতে।
ঈদ কেনাকাটা
শুরু হয়েছে মাহে রমজান। ছোট বড় দোকান সাজানো হচ্ছে ঈদের আমেজে নতুন সব পোশাক পরিচ্ছদ দিয়ে। আর দামই বা কেমন। একে তো রমজান মাস তার ওপর বর্ষাকাল, চাইলেই তো আর সব মার্কেটে গিয়ে দরদাম কিংবা আধুনিক পোশাক সম্পর্কে জানা সম্ভব নয়। প্রতি বছরের মতো এবারও এটিএন বাংলা আয়োজন করেছে ঈদের কেনাকাটা নিয়ে অনুষ্ঠান 'মমতাজ মেহেদী ঈদ কেনাকাটা'। কুইন রহমানের উপস্থাপনা ও পরিচালনায় আজ থেকে অনুষ্ঠানটি প্রচার হবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে।
ঝটপট ইফতার
পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলায় আজ বিকাল ৪টা ১০মিনিটে প্রচার হবে রান্না ও ইফতারবিষয়ক অনুষ্ঠান 'ভিম ঝটপট ইফতার'। রুমানা মালিক মুনমুন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লবি রহমান। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ২ জন অতিথি অংশগ্রহণ করে রান্না ও ইফতার সামগ্রী তৈরিতে অংশ নেবেন। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই থাকবে শরবত,পাস্তা, নানা রকমের চিকেন আইটেম, কাবাব, খিচুড়ি, বিরিয়ানি, ভেজিটেবল আইটেম সহ নানা রকমের চপ কথোপকথন।
শরবত পাওয়ার্ড বাই পিওর ইট
পবিত্র রমজানে ইফতার প্রত্যেকটি মুসলিম পরিবারের জন্য ওয়াজিব। আমাদের এই অনুষ্ঠানটি তেমনই ত্রিশটি বিশেষ শরবত নিয়ে প্রতিদিন ইফতারে ঝটপট শরবত তৈরির অনুষ্ঠান 'ঝটপট শরবত পাওয়ার্ড বাই পিওর ইট'। অনুষ্ঠানটির উপস্থাপনায় মেহনাজ এবং প্রযোজনায় ইবতেসাম মাহমুদ শ্যামা। এসএ টেলিভিশনে প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।