রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ভক্তদের জন্য খুশি হওয়ার মতো খবর রটেছে এবার। বলিউডের এ দুই তারকা সম্প্রতি লন্ডনে আংটি বদল করেছেন।
গত ৩০ ডিসেম্বর ঘরোয়া পরিসরে দুই পরিবারের সামনে ক্যাটরিনার অনামিকায় আংটি পরিয়ে দেন রণবীর। ক্যাটরিনার পরিবারের সদস্যরা লন্ডনে থাকেন। সে জন্যই লন্ডনে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠান। সত্য-মিথ্যা যাই হোক এ খবরে বেশ উচ্ছ্বসিত রণবীর-ক্যাট ভক্তরা।
রাজকুমার সন্তোষী পরিচালিত 'আজব প্রেম কি গজব কাহানি' ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই রণবীর ও ক্যাটরিনার মধ্যে সখ্য গড়ে ওঠে। এরপর তারা অভিনয় করেন প্রকাশ ঝা পরিচালিত 'রাজনীতি'তে। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়েন। স্পেনে ছুটি কাটাতে গিয়ে সমুদ্রসৈকতে বিকিনি পরা ক্যাটরিনার পাশে রণবীরের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তৈরি হয় শোরগোল। সম্প্রতি তারা একই ফ্ল্যাটে উঠেছেন। তবে জনসম্মুখে নিজেদের সম্পর্কের কথা বরাবরই এড়িয়ে গেছেন দুজন।
এদিকে রণবীর ও ক্যাটরিনা অভিনীত 'জগ্গা জাসুস' ছবিটি মুক্তি পাবে এ বছর। এটি পরিচালনা করছেন অনুরাগ বসু।