গতকাল ভারতীয় গণমাধ্যমগুলোর শিরোনাম হয়ে উঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা রণবীর কাপুর। তারা নাকি সম্প্রতি লন্ডনে গোপনে 'আংটি বিনিময়' করেছেন বলে থবরে বলা হয়। আর আজ শিরোনাম হয়ে উঠে এসেছেন আরেক বলিউড প্রেমিক যুগল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এ যুগল নাকি শিগগিরই গাঁটছড়া বাঁধছেন বলে আজ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়। খবর ইন্ডিয়া টুডে'র
দীপিকা ও রণবীর অবশ্য তাদের সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি। তবে তাদেরকে বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে বেশ ঘনিষ্ঠভাবে একত্রে ঘোরাফেরা করতে দেখা গেছে। যেমন গত ৮ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক ফারাহ খানের ৫০তম জন্মদিনের এক অনুষ্ঠানে তারা দু'জনেই উপস্থিত ছিলেন। তখন রনবীরকে গোলাপ হাতে সারাক্ষণ দীপিকার পিছু পিছু ঘুরতে নাকি দেখা গেছে। এর অাগে নতুন বর্ষ উদযাপন উপলক্ষ্যে দীপিকা আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি পার্শ্ববর্তী দেশ মালদ্বীপে ঘুরতে যাবেন। বাস্তবেও তাই হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, মালদ্বীপে দীপিকার সঙ্গে রণবীরকেও নববর্ষের ছুটি কাটাতে দেখা গেছে। এরপর সম্প্রতি দীপিকার জন্মদিনের এক অনুষ্ঠানে বেঙ্গালুরুতেও এই অভিনেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর দীপিকা ও রণবীরকে সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' মুভিতে একসঙ্গে দেখা যাবে। মুভিটিতে দীপিকা রণবীরের দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। দেখা যাক, শেষ পর্যন্ত তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় কিনা না প্রেম স্রেফ প্রেমই থেকে যায় [যদি থেকে থাকে]।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি ২০১৫/শরীফ