প্রথম ছবি 'দেহরক্ষী'তে মিলনকে নায়ক হিসেবে চেয়েছিল দর্শক, কিন্তু পেয়েছে অ্যান্টি হিরো হিসেবে। কেন?
আমার তো মনে হয় সবকিছু ঠিকঠাকই ছিল, দর্শক হতাশ হয়েছে বলে তো মনে হয় না। কারণ অ্যান্টি হিরোকে কখনো ভিলেন মনে করি না। এটি একটি চরিত্র। এই চরিত্রটি কতটা বৈচিত্র্যময় করে তুলতে পেরেছি সেটাই আসল কথা। আমার মনে হয় সফল হয়েছি। না হলে বড় পর্দায় আমার দৌড় থমকে যেত। আমি কিন্তু নিয়মিতই চলচ্চিত্রে অভিনয় করছি।
তাহলে নায়কের তকমা নিয়েই মিলনের পথচলা?
অফকোর্স। আমি এখন যে পথ ধরে হাঁটছি সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নায়কের রাস্তা। মানে 'রোড টু হিরো', হি... হি... হি। তবে আমার কাছে নায়ক মানে শুধু 'আই লাভ ইউ' বলা বা ফুল দেওয়া প্রেমিক নয়। আনপ্রেডিক্টেবল ক্যারেক্টর নিয়ে দর্শকের দরজায় কড়া নাড়া একজন মানুষ। যেমন- 'অনেক সাধের ময়না' ছবিতে প্রথমে ছিলাম সহজ-সরল একটি ছেলে। কিন্তু শেষ পর্যন্ত আমার রূপ কি দাঁড়াবে তা প্রেডিক্ট করতে পারেনি দর্শক। এখানেই একজন শিল্পীর মজা আর সার্থকতা। এ ধরনের সাফল্যের পথেই অনবরত হাঁটতে চাই।
অতীত অভিজ্ঞতা ঘেঁটে দেখা যায়, ছোট পর্দার নায়করা কিন্তু বড় পর্দায় খুব একটা সফল হন না। এক্ষেত্রে মিলনের অবস্থান কেমন?
আসলে কি জানেন, মঞ্চ, টিভি এবং সিনেমা, প্রতিটি মিডিয়ায় আলাদাভাবে কাজ করার যোগ্যতা শিল্পীর থাকতে হবে। আগে যারা এসেছিলেন তাদের যে চরিত্র দেওয়া হয়েছিল সেটা হয়তো তাদের সঙ্গে যায়নি। তাই ব্যর্থতার দায়ভার বহন করতে হয়েছিল। এক্ষেত্রে ক্যারিয়ারের শুরু থেকেই আমি হিসাবী হয়ে চলছি। তাই পা পিছলানোর চান্স নেই বলতে পারেন।
এবার গতানুগতিক প্রশ্নই করি, বড় পর্দায় বর্তমানে মিলনের ব্যস্ততা এখন কেমন?
ভীষণ ব্যস্ততা যাচ্ছে। নতুন বছরে এ পর্যন্ত ৬টি ছবিতে সাইন করেছি। আগের ৩টির কাজ চলছে। আর ৩টি মুক্তির দিন গুনছে। মানে বড় পর্দাই এখন আমার ফার্স্ট প্রায়ওরিটি বলা যায়। হাতে ৩-৪টি সিরিয়ালের কাজ আছে। সেগুলোও শেষ করে দিতে হচ্ছে। তবে আগে বড় পর্দার কাজ। তারপর অন্য কিছু।
চলচ্চিত্রকার ও দর্শক বলাবলি করছে আপনার আরও আগে বড় পর্দায় আসা দরকার ছিল, এই দেরি কেন?
আসলে যে সময়টাতে ছোট পর্দায় এসেছি এবং ব্যস্ত হয়ে উঠেছি তখন কিন্তু বড় পর্দায় অস্থির অবস্থা চলছিল। আর এখন যখন সময় উন্নত হয়েছে এবং এখানে এসেছি তখন হয়তো কাজ কম পাব কিন্তু মানসম্মত কাজ করতে পারব।
চলচ্চিত্রের বর্তমান অবস্থা কেমন?
প্রচণ্ড ভাঙচুর শেষে একটা সময় আসে, যখন সেখান থেকে আবার মাথা তুলে দাঁড়ানো যায়। এখন সেই সময়ই চলছে। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সবার ভাবনা উন্নত। তাই এখন চোখ বন্ধ করে বলা যায় আমরা আবার সোনালি দিনের পথে এগোচ্ছি।
শোবিজ প্রতিবেদক