লাক্স তারকা মিলা নোবেলের ভীষণ ভক্ত। অন্যদিকে মডেল হিসেবে মিডিয়ায় সজলের আগমন 'একজন নোবেল' হওয়ার স্বপ্ন নিয়েই। মিলা এবং সজল এবার অভিনয় করলেন সেই স্বপ্নের মানুষ নোবেলের সঙ্গে। নুজহাত আলভী আহমেদের রচনা ও পরিচালনায় এই তিন তারকা অভিনয় করেছেন 'অতঃপর নদী' নাটকে। গতকাল নাটকটির শুটিং শেষ হয়। নোবেল বলেন, 'মিলা এবং সজল দুজনই আমার অত্যন্ত স্নেহভাজন। ওদের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে।' মিলা বলেন, 'নোবেল ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা সত্যিই ভাগ্যের ব্যাপার।' সজল বলেন, 'নোবেল ভাইয়ের কারণেই আমি আজকের সজল। তার সঙ্গে অভিনয় করে খুব তৃপ্তি পেয়েছি।'