ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার হয়তো সেলুলয়েডে নতুন ইনিংস শুরু করতে পারেন শচীন টেন্ডুলকার। শোনা যাচ্ছে তার জীবনের ওপর নির্মিত হবে একটি সিনেমা, আর সেখানে অভিনয় করবেন শচীন নিজেই। সূত্র বলছে, শুধু অভিনয়ই নয়, পরিচালনার ক্ষেত্রেও খানিকটা সাহায্য করবেন শচীন। সিনেমাটি নির্মিত হবে তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের অজানা কিছু অধ্যায় নিয়ে। শচীনকে নিয়ে এই বায়োপিক নির্মাণ করবেন ব্রিটিশ পরিচালক জেমস এরস্কিন। সিনেমাটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আর নিজের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন শচীন। সিনেমাটি প্রযোজনা করবে মুম্বাইভিত্তিক কোম্পানি টু হান্ড্রেড নট আউট। কোম্পানির প্রধান রাভি ভাগচান্ডকা জানান, বিশ্বব্যাপী ২০০ সিনেমাহলে মুক্তি পাবে সিনেমাটি। ২০১৩ সালে নিজের ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন শচীন। গত বছর মুক্তি পেয়েছে তার বায়োগ্রাফি 'প্লেয়িং ইট মাই ওয়ে'।