বলিউডের নতুন প্রজন্মের তারকারা অমিতাভের মতো আবেদনময়ী নন বলে জানিয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা বলেন, ৭২ বছর বয়সেও অমিতাভ সেরা আবেদনময়ী। খবর আইবিএনলাইভ
বর্তমানে নিজের মুক্তি প্রতীক্ষিত মুভি ‘অ্যালোন’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিপাশা। এক প্রচারে এসে বিপাশা বলেন, নতুন প্রজন্মের তারকাদের চেয়ে অমিতাভ বেশি আবেদনময়ী। তিনি আরো বলেন, অমিতাভ একজন চমৎকার ব্যক্তি। এই বেশি বয়সেও তার আবেদন অনেক বেশি।
অমিতাভের ব্যক্তিত্বের কাছে নতুন প্রজন্মের তারকারা মাত্র ১০ নাম্বার পাবে বলেও জানান বিপাশা। অ্যাকশনধর্মী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে বিপাশা বলেন, এ ধরনের সিনেমায় অভিনয় করাটা জীবনের একটা অংশ।
সম্প্রতি সহ-অভিনেতা করণ সিং গ্রোভার এবং কাছের বন্ধুবান্ধবদের সাথে ৩৬তম জন্মদিন পালন করেছেন বিপাশা। ভূষণ প্যাটেলের পরিচালনায় ভৌতিক সিনেমা ‘অ্যালোন’ আগামী ১৬ জানুয়ারি মুক্তি পাবে। এই সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন বিপাশা।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০১৫/শরীফ