ক্যামেরার সামনে সাহসের কমতি নেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। অনায়াসে বিকিনি পরে ভেজা শরীরে পর্দায় হাজির হন। কিন্তু ব্যক্তিগত জীবনে নাকি খুবই লাজুক এ তারকা। আর একথা নিজেই জানিয়েছেন মেরিকম খ্যাত এ অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ব্যক্তিগত জীবনে বরাবরই লাজুক প্রকৃতির মেয়ে প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকাখ্যাতির বিড়ম্বনা সম্পর্কে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, 'একটা জিনিস যা আমার ভাল লাগে না— সেটা হলো এখানে প্রত্যেকটা জিনিসের মূল্য দিতে হয়। মানুষ মনে করে তারকাদের কত খ্যাতি, কত টাকা পয়সা, বাড়ি-গাড়ি। কিন্তু সেই সঙ্গে তারকাদের জীবন আর নিজের থাকে না, আর এখানেই সবচেয়ে বড় মূল্য দিতে হয়। আমি খুবই লাজুক ও আত্মকেন্দ্রিক। আমারও নিরাপত্তার জায়গা প্রয়োজন হয়। আর এটাই সবচেয়ে বড় মুশকিলের বিষয়।'
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ের দিনগুলোর কথা জানাতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, 'অনেক চড়াই-উৎরাই পার করে বর্তমানে ইন্ডাস্ট্রিতে আমার একটা অবস্থান তৈরি হয়েছে এবং এখানে কিছু অসাধারণ মানুষ রয়েছে যারা কিনা আমার মেধার মূল্যায়ন করেছে।'
২০০৩ সালে ‘দ্য হিরো : লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সাবেক মিস ইন্ডিয়া প্রিয়াঙ্কা চোপড়া। গানের দুনিয়ায়ও গলার জাদু দেখিয়েছেন মিস চোপড়া। খুব শিগগির মধুর ভাণ্ডারকারের ‘ম্যাডামজি’ সিনেমায় প্রযোজক হিসেবেও নাম লিখাবেন তিনি।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৫/আহমেদ