এ বছরটি বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে। তার এ বছরের কাজের তালিকা দেখে এমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া। দীপিকা নবীন ও প্রবীণ উভয় প্রজন্মের সঙ্গেই কাজ করতে সমান পারদর্শী। আর এ ক্ষেত্রে তার ভূমিকা দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১৫ সালে দীপিকাকে দেখা যাবে একাধারে ইরফান খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে। সম্প্রতি দীপিকাকে নাসিরুদ্দিন শাহ ও পংকজ কাপুরের সঙ্গে কাজ করতে দেখা গেছে ফাইন্ডিং ফ্যানি সিনেমায়। আর এ ক্ষেত্রে সবার সঙ্গে মানিয়ে নেওয়ার যোগ্যতা দীপিকার রয়েছে।
২০১৫ সালের চলচ্চিত্র পিকুতে দীপিকা বিগ বি ও রণবীরের সঙ্গে দেখা যাবে। এর আগে তাদের ইয়ে জওয়ানি হায় দিওয়ানিতে পর্দা কাঁপাতে দেখা যায়। অনুরূপ ঘটনা এ বছরও ঘটবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।