দীর্ঘ ছয় বছর বিরতির পর অভিনয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সঞ্জয় লীলা বনশালির ‘গুজারিশ’-এর পর আর কোন ছবিতে অভিনয় করেন নি ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যাকে নিয়ে লাইমলাইটে থাকলেও, লাইট-ক্যামেরার জগতে ছিলেন না তিনি। বৃহস্পতিবার সঞ্জয় গুপ্তার ‘জজবা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাই আবারও রূপালী পর্দায় ফিরলেন এ বলিউড সুন্দরী।
ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে বেশ অ্যাকশন করতে। তাই নিজেকে ফিট রাখতে স্ট্রিক্ট রুটিনের মধ্যে আছেন অ্যাশ। কামব্যাকে কোন খামতি থাকুক, চাইছেন না তিনি। এ ছবিতে দেখা যাবে শাবানা আজমিকেও। পরিচালক সঞ্জয় জানিয়েছেন, দুজনকে এক সঙ্গে পাওয়া তার কাছে খুব স্পেশাল।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব