ডায়াবেটিসে ভুগছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি অসুস্থ হয়ে তিনি ডাক্তাদের শরণাপন্নও হয়েছেন। আর কথা নিজেই জানিয়েছেন সোনম।
ফ্যাশন দুরস্ত সোনম জানিয়েছেন, ডায়াবেটিসের চিকিৎসা করার জন্য ব্যাঙ্গালুরুর একটি স্বাস্থ্য ক্যাম্পে গিয়েছিলেন তিনি। তবে রোগটি এখন কোন পর্যায়ে রয়েছে সে কথা এড়িয়ে গিয়েছেন তিনি।
সম্প্রতি 'ডলি কি ডোলি' সিনেমার প্রচারণা চালাতে ব্যাঙ্গালুরু গিয়েছিলেন সোনম। দক্ষিণ ভারতের খাবারের প্রতি তার বিশেষ অনুরাগের কথা জানাতে গিয়েই ডায়াবেটিসের প্রসঙ্গটি তোলেন সোনম। মিন মোইলি আর দোসা তার প্রিয় খাবার।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব