চিত্রনায়ক রিয়াজের বিপরীতে জুটি হয়ে অভিনয়ের দীর্ঘদিনে স্বপ্ন ছিল লাঙ্ তারকা বাঁধনের। অবশেষে তার স্বপ্ন পূরণ হলো। কায়সার আহমেদের পরিচালনায় 'আইসক্রিম ও অনুভূতি' নাটকে অভিনয় করলেন তারা। আগামী মাসেই একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।
বাঁধন বলেন, 'আমার অনেকদিনের স্বপ্ন পূরণ হয়েছে। রিয়াজ ভাইয়া সত্যিকারের একজন ভদ্র মানুষ। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যের ব্যাপার। সহশিল্পীর প্রতি তার সহযোগিতা শিক্ষণীয়।'
বাঁধন প্রসঙ্গে নায়ক রিয়াজ বলেন, 'বাঁধন ভালো অভিনেত্রী। তার মধ্যে আরও ভালো অভিনয় করার আগ্রহ দেখেছি।'
বাঁধন যখন স্কুলে পড়েন তখন 'প্রাণের চেয়ে প্রিয়' ছবিটি দেখে রিয়াজের ভক্ত হয়ে যান তিনি। এরপর মিডিয়ায় কাজ করেছেন আর ভেবেছেন রিয়াজের বিপরীতে অভিনয় করবেন।