প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে এফডিসিতে স্মরণ সভার আয়োজন করা হয়েছে আজ। এ ছাড়া দিনব্যাপী চলবে প্রখ্যাত এই চলচ্চিত্রকারের আত্দার শান্তি কামনায় নানা অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে মিলাদ ও কোরআন খতম। বিকাল ৩টায় জহির রায়হান কালার র্যাব মিলনায়তনের সামনে স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।