শমী কায়সার। -নামটি শুনলেই চোখের সামনে পরিষ্কার একটি অবয়ব ফুটে ওঠে। তিনি পর্দায় নেই নিয়মিত, তবুও তার অবয়ব দর্শকের মুখস্ত। কারণ একটিই, বাংলাদেশের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন তিনি। অভিনয়, গ্ল্যামার এবং পার্সোনালিটি দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। ১৫ ডিসেম্বর ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে নিজেকে নতুনভাবে অনুভব করেছেন তিনি। কারণ সেদিন তিনি সকাল বেলা মা পান্না কায়সারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। একসঙ্গে কফি খেয়েছেন। আবার সন্ধ্যায় স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটিয়েছেন। নিজের প্রতিষ্ঠান ধানসিঁড়ি নিয়ে তার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এ আনন্দটুকু এক পশলা বৃষ্টি।
নিজের জন্মদিনের আনন্দ প্রকাশের মাঝে শমী জানিয়ে দিলেন নিজের একটি স্বপ্নের কথাও। তিনি তার বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। খুব করে চাইছেন আসছে ২৬ মার্চের আগে কাজটি শেষ করতে। সেই চেষ্টায় কাজ করে যাচ্ছেন। তবে বেগ পেতে হচ্ছে শহীদুল্লাহ কায়সারের মতো একজন বর্ণাঢ্য ব্যক্তিত্বের জীবন এক ঘণ্টার ব্যাপ্তির প্রামাণ্যচিত্রের মধ্যে সীমাবদ্ধ করতে। শমী বলেন, 'আমি কাজটি শেষ করতে পারলে নিজের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত একটি মুহূর্তের ছোঁয়া অনুভব করব। চেষ্টা করে যাচ্ছি।'