ছিলেন পর্ণ তারকা। হয়েছেন বলিউড নায়িকা। অল্প সময়েই তুমুল জনপ্রিয়তাও কেড়েছেন। পেছনের জীবনকে আর মনে রাখতে চান না তিনি। তবে কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। বলছি 'বেবি ডল' খ্যাত তারকা সানি লিওনের কথা। বলিউডে আরও খোলামেলা হচ্ছেন এ সেনসেশন। নতুন বছরটা তার উপরে ওঠার 'টার্গেট ইয়ার'। আর উত্তেজনা ছড়িয়েই এ কাজটি হাসিল করতে চান তিনি।
চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে সানি লিওন অভিনীত পাঁচটি চলচ্চিত্র। সবকটি ছবিতে মূখ্য চরিত্রে রয়েছেন তিনি। সানি লিওন অভিনীত ছবিগুলো হচ্ছে কুচ কুচ লোচা হে, মাস্তিজাদে, লীলা, টিনা অ্যান্ড লোলো ও বেইমান লাভ।
পাঁচটি ছবিতেই বেশ খোলামেলাভাবে দেখা যাবে সানি লিওনকে। এরইমধ্যে মাস্তিজাদে ছবির পোস্টারের জন্য পোজ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেত্রী। দুটি পোস্টারের একটিতে পুরোপুরি নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। শুধু হাত দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে রেখেছেন। অবশ্য তীব্র সমালোচনার মুখে সেই পোস্টারটি বাতিল করা হয়েছে।
ছবিটির দ্বিতীয় পোস্টার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে এ পোস্টারটি পরিবর্তন হবে না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিচালক মিলাপ জাভেরি। ‘মাস্তিজাদে’ ছবিতে তুষার কাপুরের বিপরীতে অভিনয় করছেন সানি।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৫/আহমেদ