আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফরাসি চলচ্চিত্র উৎসব। রাজধানীর ধানমণ্ডির ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রের আলিয়ঁস ফ্রঁসেজ দো মিলনায়তনে শুরু হওয়া এ উৎসবে চারটি বিখ্যাত ছবি দেখানো হবে। এর যৌথ আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি [ডিইউএফএস] এবং রেনোয়া ফিল্ম ক্লাব [আরএফসি]। ছবিগুলো হলো 'আমোর', 'দ্য ইনটাচেবোলস', 'অন্ত্রে লে ম্যুর' ও 'দ্য আর্টিস্ট'। আজ বিকাল ৪টায় 'আমোর' ছবির মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। মিশেল হানেকা পরিচালিত এ ছবির গল্পে দেখা যাবে, বৃদ্ধ দম্পতি জর্জ ও অ্যানি। দুজনই অবসরপ্রাপ্ত মিউজিশিয়ান। হঠাৎ যখন অ্যানি স্ট্রোক করে তখন ঘটনার মোড় অন্যদিকে যায়। 'দ্য ইনটাচেবোলস' পরিচালনা করেছেন অলিভিয়ের নাকাশ ও এরিক তোলেদানো। এটি দেখানো হবে একই দিন সন্ধ্যা ৬টায়। এর গল্প ফিলিপ চরিত্রের প্যারাসুট দুর্ঘটনা-পরবর্তী সময় নিয়ে। অন্ত্রে লে ম্যুর'র পরিচালক লোরো কন্তি। বৃহস্পতিবার বিকাল ৪টায় এটি দেখানো হবে। ফ্রান্সে অবস্থিত শিক্ষক এবং সাহিত্যিক ফ্রান্সোয়া মারিনের একটি স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা নিয়ে এর গল্প। আর মিশেল আজানাভিসিউস পরিচালিত ছবি হলো 'দ্য আর্টিস্ট'। অস্কারজয়ী এ ছবিতে দেখা যাবে, নির্বাক চলচ্চিত্রের নায়ক জর্জ ভেলেন্টাইনের পরিচয় হয় ড্যান্সার পেপি মিলারের সঙ্গে। হঠাৎ ঘটতে থাকে নানা ঘটনা।