'কার্তুজ' ছবির নির্মাণ শেষ করেই নতুন ছবি পরিচালনার উদ্যোগ নিলেন বাপ্পারাজ। ছবির শিরোনাম 'তারছেঁড়া'। ভিন্নমাত্রার অ্যাকশন ধর্মী গল্প নিয়ে নির্মাণ হবে ছবিটি। এর গল্প ভাবনা বাপ্পারাজের এবং পাণ্ডুলিপি তৈরি করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন বাপ্পারাজ ও সম্রাট। তারা দুই ভাইয়ের চরিত্র রূপায়ণ করবেন। নায়িকা চরিত্রে দুজন নতুন মুখ নেওয়া হবে। সম্রাট জানান, ছবিতে রানিং ট্রেনে ও জাহাজে দুটি দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য থাকবে। এ ছবির মাধ্যমে অরুণা বিশ্বাস প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন। এপ্রিল মাসেই ছবির শুটিং শুরু হবে। এতে আরও অভিনয় করবেন শহীদুল ইসলাম সাচ্চু, সোহেল খান, মিনু, ববি, আশরাফ কবির, নয়ন, জাহিদ শিকদার প্রমুখ। নায়করাজের নিবেদনে রাজলক্ষ্মী টেলিফিল্মসের ব্যানারে নির্মাণ হবে 'তারছেঁড়া' ছবিটি।