নতুন দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক আরজু। চলচ্চিত্র দুটি হচ্ছে শামীমুল ইসলাম শামীমের 'আমার প্রেম আমার প্রিয়া' এবং অনন্য মামুনের 'ভালোবাসার গল্প'। 'আমার প্রেম আমার প্রিয়া' চলচ্চিত্রে আরজুর বিপরীতে অভিনয় করবেন পরীমণি এবং 'ভালোবাসার গল্প' চলচ্চিত্রে থাকবেন নবাগত একজন নায়িকা। ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করছেন 'ভালোবাসার গল্প' ছবির শুটিং। আর 'আমার প্রেম আমার প্রিয়া' চলচ্চিত্রের শুটিং শুরু হবে ১০ মার্চ। আরজু বলেন, 'ছবি দুটি নিয়ে আমি আশাবাদী। অসম্ভব সুন্দর দুটি গল্পে অভিনয় করছি।'