এসএ টিভির জনপ্রিয় সিরিজ ধারাবাহিক 'রেইনফরেস্ট'-এর একাদশতম সিরিজ নির্মিত হয়েছে অনুরূপ আইচের জনপ্রিয় গান 'এক জীবনে' অবলম্বনে। আর তারকা মেলায় এবার যুক্ত হচ্ছেন মৌসুমী হামিদ, কল্যাণ, শাহেদ আলী সুজন ও সাবেরী আলম। নাটকটি সম্পর্কে পরিচালক অনন্য ইমন বলেন- 'নাটকটি দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছায় অনুপ্রাণিত হয়েছি। সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষায় আন্তরিকভাবে সচেষ্ট থাকব।' ইতিমধ্যে প্রচারিত সিরিজগুলোতে গল্পনির্ভর জনপ্রিয় রবীন্দ্রসংগীত, বাংলা ক্লাসিকস, বাংলা ফোকসহ বিভিন্ন গানের গল্প নেয়া হয়েছে।