অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি অভিনীত সিনেমা রিয়েল ম্যান এর অডিও অ্যালবাম ভালবাসা দিবসে বাজারে আসছে। অ্যালবামটি প্রকাশিত হবে ঈগল মিউজিকের ব্যানারে।
এ অ্যালবামে গান থাকছে মোট ৫টি। গানগুলোতে কন্ঠ দিয়েছেন কনা, বেলাল খান, কিশোর, ঝিলিক, মুন, আহমেদ হুমায়ুন, পুলক ও সিথী। কথা ও সুর দিয়েছেন মাহমুদ।
চলচ্চিত্রের গানগুলো আমার কাছে ভালো লেগেছে। দর্শক গানগুলো ভালোবাসা দিবসে পাবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে বলে জানিয়েছেন হ্যাপি।
অরিত এন্টারটেইনমেন্ট এর ব্যনারে নির্মিত রিয়েল ম্যান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদরুল আমিন। এতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন কংকন। এ ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, আলিরাজ, রেহানা জলি সহ অনেকে।