পাকিস্তানের নোবেলজয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর নির্মিতব্য চলচ্চিত্র ‘গুল মাকাই’র মূল চরিত্র থেকে বাদ পড়েছেন বাংলাদেশি কিশোরী ফাতিমা শেখ। তার বদলে কলকাতার এক বাঙালি মেয়েকে মনোনীত করেছেন চলচ্চিত্রটির পরিচালক আমজাদ খান।
গুলিবিদ্ধ হওয়ার আগে মালালা ইউসুফজাই ‘গুল মাকাই’ ছদ্মনামে ব্লগে লেখালিখি করতেন। পরিচালক আমজাদ খান তাই ‘গুল মাকাই’ নামেই চলচ্চিত্রটি পরিচালনার উদ্যোগ নেন। ১৭ বছর বয়সী মালালার চেহারার সঙ্গে মিলে যায় এমন একজন কিশোরীর খোঁজ করতে গিয়ে ফাতিমা শেখকে চূড়ান্ত করেন তিনি। তাকে নিয়ে সিনেমার কাজ শুরুও করেছিলেন। তবে কিছুদিন পরই ফাতিমাকে হত্যার হুমকি দেওয়া শুরু হয়। আমজাদ খান বলেন, ঢাকার সরকারি পর্যায় থেকে এ ব্যাপারে একটি চিঠিও পাই। অগত্যা ফাতিমা শেখকে চলচ্চিত্রটির মূল চরিত্র থেকে বাদ দিতে বাধ্য হন আমজাদ। তবে ওই ঘটনার দুই মাস পর তিনি ভারতের কলকাতায় আরেকজন কাঙ্ক্ষিত কিশোরীর খোঁজ পান। তবে এবার সিনেমা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ওই বাঙালি কিশোরীর নাম কিংবা সিনেমা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৫ ইং/ রোকেয়া।