বেশ কয়েক দশক ধরে নায়িকা চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস এবার খলনায়িকা হয়ে বড়পর্দায় আসছেন। এই চরিত্রে অভিনয় করবেন তিনি নায়ক বাপ্পারাজ নির্মিতব্য 'তারছেঁড়া' ছবিতে। নির্মাতা সূত্রে জানা গেছে, চরিত্রটি ছবিতে খুবই গুরুত্বপূর্ণ। কাজ করার যথেষ্ট সুযোগ আছে এতে। আর ছবির খলনায়িকা চরিত্রে অরুণা বিশ্বাসের মতো শক্তিমান অভিনয়শিল্পীকে যথার্থ মনে হয়েছে। তাই তাকে এই অ্যান্টি হিরোইন চরিত্রে কাস্ট করা হলো। অরুণা বিশ্বাস বলেন, একদিকে চমৎকার গল্প ও চরিত্র অন্যদিকে অভিনয়ে ভ্যারিয়েশন আনতেই এই চরিত্রে কাজ করতে রাজি হলাম। আশা করছি নায়িকার মতো খলনায়িকা চরিত্রেও দর্শক আমাকে সাদরে গ্রহণ করবে।