নিউইয়র্কের পর্নো ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে মাইলি সাইরাসের একটি তিন মিনিটের ভিডিও। কোয়েনটিন জোনস পরিচালিত 'টাং টায়েড' শিরোনামের স্বল্পদৈর্ঘ্যের ছবিটিতে আলোচিত কণ্ঠশিল্পী মাইলিকে মাছ ধরার জালে জড়িয়ে থাকতে দেখা যাবে।
আগামী ২৭ ফেব্রুয়ারি নিউইয়র্কের ব্রুকলিনে ছবিটি প্রদর্শন করা হবে। সাদাকালো ভিডিওটিতে মাইলিকে আবেদনময়ী হিসেবে দেখানো হলেও এটিকে মূলত পর্নো ভিডিও বলা যাবে না।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা