আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। এ উপলক্ষে বৈশাখী টিভিতে প্রচারিত হবে ‘বিশ্বকাপে বিশ্বমাতে’ অনুষ্ঠান। এতে উপস্থাপনা করবেন সাবেক নারী ক্রিকেটার ও অভিনেত্রী মিশু চৌধুরী।
এ বিষয়ে জানতে চাইলে মিশু চৌধুরী বলেন, ‘যেহেতু আমি আগে ক্রিকেটার ছিলাম, তাই এ খেলার প্রতি আমার আগ্রহ বেশি। বিশ্বকাপের এই আয়োজনে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দেব এবং খুব মজা করবো।’
‘বিশ্বকাপে বিশ্বমাতে’ অনুষ্ঠানে প্রথম দিন অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শিহাব সুমনের প্রযোজনায় এটি ১৪ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব