মিশু চৌধুরী। ছিলেন ক্রিকেটার, তারপর হলেন অভিনেত্রী। আর এবার নাম লেখালেন উপস্থাপনার খাতায়। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে 'বিশ্বকাপে বিশ্বমাতে' অনুষ্ঠানে পাওয়া যাবে তাকে। অনুষ্ঠানটি নিয়ে মিশু চৌধুরী বলেন, 'যেহেতু আমি আগে ক্রিকেটার ছিলাম, তাই এ খেলার প্রতি আমার আগ্রহ বেশি। বিশ্বকাপের এই আয়োজনে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দেব। আমার কাছে অনুষ্ঠানের আইডিয়াটা ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' জানা গেছে, 'বিশ্বকাপে বিশ্বমাতে' অনুষ্ঠানে প্রথম দিন অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শিহাব সুমনের প্রযোজনায় এটি আজ থেকে বৈশাখী টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে।