পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জীবনী নিয়ে নির্মাণ হতে যাচ্ছে একটি বলিউডি ছবি। এতে তার চরিত্রে রূপদান করবেন বিদ্যা বালান। ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে তাকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিদ্যা বালান এক সাক্ষাৎকারে বলেছেন, এ ব্যাপারে এখনো তিনি কিছু জানেন না। চলতি বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে বিদ্যার।
অভিনয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না এমন কথার সত্যতা নেই বলেও বলে বেড়াচ্ছেন কেউ কেউ। নিজেকে বেনজির ভুট্টোর মতো করে তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছেন বিদ্যা।