গত বছর মুক্তির কয়েকদিনের মধ্যে একশ' কোটি রুটি আয়ের বলিউড সিনেমার বিশেষ ক্লাবে ঢুকে গিয়েছিল সালমান খান অভিনীত 'কিক' মুভিটি। মুভিটিতে সালমানের অভিনয় দর্শকদের ব্যাপক মন কেড়েছে। সালমান ভক্তরাও মুভিটি দেখে বেজায় খুশি হয়েছিল। তাই 'কিক'র সিক্যুয়াল নিয়ে তাদের এক প্রত্যাশা ছিল। তাও যে পূরণ হতে যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। তবে নতুন খবর হলো, 'ডেভিল' নামে এর সিক্যুয়ালে সালমান স্রেফ অভিনয়ই করবেন না, মুভিটির গল্পও লিখবেন তিনি! 'কিক' এর পরিচালক সাজিদ নাদিয়াদোয়ালা স্থানীয় একটি দৈনিককে একথা নিশ্চিত করেছেন। খবর ইন্ডিয়া টুডে'র
বেশ কয়েকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে, কিক'র সিক্যুয়ালের স্টোরি নাকি সালমান খান নিজেই লিখছেন। এমনকি সিক্যুয়ালের স্টোরি নাকি পরিচালক সাজিদের শতভাগ পছন্দ হয়েছে এমন গুজবও শোনা যাচ্ছিল। অবশেষে এ গুজব সত্যি বলেই জানালেন সাজিদ। ইয়েস! অাপনারা যা শুনেছেন তা ঠিক বলেই দৈনিকটিকে জানান তিনি।
তবে 'ডেভিল' মুভিটি পর্দায় আসতে কয়েক বছর লেগে যাবে। কারণ সালমান ও সাজিদ দু'জনেই নিজেদের বেশ কয়েকটি নতুন মুভির কাজে এখন দারুণ ব্যস্ত আছেন।
উল্লেখ্য, সালমান এর আগেও মুভির স্ক্রিপ্ট লিখেছেন। ২০১০ সালে নিজের 'বীর' মুভিও স্টোরি লিখেছিলেন সালমান তবে তা বক্স অফিসে ততটা সাফল্য পায়নি। 'কিক'র মতো এর সিক্যুয়ালের গল্পও সালমান ভক্তদের মন টানবে বলে আশাবাদী তার ভক্তরা।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ