কাদা মাটি অনেকটা দুর্বল। সেই মাটি সময় নিয়ে পুড়ে পুড়ে এক সময় কঠিন বা শক্ত অবয়বে রূপান্তরিত হয়। আমিও ছিলাম কাদামাটি, এখন অনেকটাই শক্ত। তবে কতটা শক্ত হয়েছি সেটা আমার আপকামিং ছবিগুলোতেই বোঝা যাবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হালের আলোচিত উঠতি নায়িকা পরীমণি।
কথা হচ্ছিল মুক্তি পেতে যাওয়া তার প্রথম ছবি 'ভালোবাসা সীমাহীন' নিয়ে। আর এ ছবির মাধ্যমেই রূপালি জগতে নাম লেখান এই অভিনেত্রী। প্রায় দেড় বছর যাবৎ পরীমণিকে উঠতি নায়িকা শুনতে শুনতে অনেকেই বিরক্ত হয়ে উঠেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, অবশেষে সেই তকমাটি গা থেকে ঝেড়ে ফেলতে যাচ্ছি। আগামী ২৭ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে আমার 'ভালোবাসা সীমাহীন' ছবিটি। এর মাধ্যমেই বড় পর্দায় দেখতে পাবেন আমাকে। সবে তো মুক্তি পাওয়া শুরু হল, প্রত্যাশা রাখি এ তালিকা ধারাবাহিকভাবে চলতে থাকবে। কারণ এ পর্যন্ত প্রায় দুই ডজন ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি। এর মধ্যে বেশ কয়েকটির কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। অন্যদিকে 'মহুয়া সুন্দরী' ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে।
কেউ কেউ পরীমণি অদক্ষ নায়িকা হিসেবে আখ্যা দিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, দেখুন এখন পর্যন্ত আমার কোনো ছবিই মুক্তি পায়নি। তাহলে তারা আমার অভিনয় দেখল কোত্থেকে। আর পরিচালকরা যদি ভরসা না করতেন তাহলে এত বিশাল বাজেটের ছবিতে আমাকে চুক্তি করাতেন না। ছবি মুক্তি পেলেই এধরনের মন্তব্য রাখা যায়। বাকিটা না হয় আগামী ২৭ ফেব্রুয়ারির পর দর্শকরাই বিচার করবে।
'ভালোবাসা সীমাহীন' ছবির কাজ শেষ হয়েছে গতবছরের অক্টোবরে। আর চলতি বছরের জানুয়ারিতে এটি সেন্সরে দেয়া হয়। এ প্রসঙ্গে পরিচালক শাহ্ আলম মণ্ডল বলেন, ইতোমধ্যে ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২৭ ফেব্রুয়ারি মুক্তি দিতে পারব বলে প্রত্যাশা রাখি।
অন্যদিকে ছবিটির অভিনেতা জায়েদ খান বলেন, নাম থেকেই বোঝা যায় ভালোবাসার গল্প নিয়ে এগিয়েছে 'ভালোবাসা সীমাহীন' ছবিটি। আশা করি দর্শকদের ভালো লাগবে।