আট বছর আগে যাত্রা শুরু করা মোজোর নিজস্ব ব্যান্ড 'ইনসাইড ইউ' সারা দেশে বিভিন্ন কনসার্টের মঞ্চ মাতিয়ে, ভক্ত ও শ্রোতাদের মন জয় করে এবার প্রথমবারের মতো রিলিজ করল একক ব্যান্ড অ্যালবাম 'মোজো প্রেজেন্টস-14 sec.’।
শ্রোতাদের যাতে হতাশ হতে না হয় সে জন্যই একটু সময় নিয়ে নানা এক্সপেরিমেন্ট চালিয়ে বেস্ট ট্র্যাকগুলোই একত্রে বন্দী করা হয়েছে এই অ্যালবামে। এটি প্রকাশ করে জি সিরিজ থেকে। মূলত শুভর লিরিক এবং আমজাদের মিক্সিংয়ে অ্যালবামটিতে ট্র্যাক রয়েছে সর্বমোট ১১টি।
ভিন্নধর্মী কথা এবং বৈচিত্র্যময় সুরের মূর্ছনায় অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের মাতিয়ে রাখবে এমনটিই মনে করেন মোজোর 'ইনসাইড ইউ' ব্যান্ড সদস্যরা।