সৈয়দ আবদুল হাদী
এবারও বাংলাদেশেরই পক্ষ নিচ্ছি মনেপ্রাণে। বাংলাদেশের একটা খেলাও মিস দেব না। আর বাংলাদেশের বাইরে আমি পাকিস্তান-ভারতের প্রায় সব খেলাই দেখার চেষ্টা করব। এর বাইরে অন্য টিমগুলোর প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই। তবে এবার মনেপ্রাণে প্রত্যাশা করছি বাংলাদেশ বড় একটা চমক দেখাবে।
মোস্তফা সরয়ার ফারুকী
আশা করি, বাংলাদেশ ভালো করবে। ২০ থেকে ৪০ ওভার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের দলটা নেতিবাচক দিকগুলো দূর করতে পারবে বলেই বিশ্বাস করি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্দবিশ্বাসী হয়ে খেললে দল ভালো করবে। একটা কথা কি, যখন ১১ জন খেলোয়াড় একসঙ্গে বিশ্বাস করে আমাদের ভালো করতে হবে, তখন ভালো কিছু হতে বাধ্য।
মাহফুজ আহমেদ
আমি আশাবাদী, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে। ক্রিকেটারদের সঙ্গে পুরো দেশ আছে। এক সময় এমন হবে, বাংলাদেশই ফেভারিট হিসেবে খেলতে যাবে। আমরা স্বপ্ন দেখি, বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যাবে। আমাদের এ স্বপ্ন পূরণের জন্য ১১ জন ক্রিকেটারকে নিজেদের দায়িত্ব শতভাগ পালন করতে হবে। তাহলেই আমরা হাসতে পারব।
শুভ্র দেব
বাংলাদেশ অনেক ভালো করবে। ক্রিকেটাররা ভালো খেলুক, এটাই তো চাই। সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো করবে বিশ্বকাপে। তখন আমরা যে কোনো দলকে হারাতে পারব বলে। বিশেষ করে আমাদের পরিকল্পনার দিকে জোর দিতে হবে। ভালো পরিকল্পনা হলে সফলতা আসবেই।
অাঁখি আলমগীর
বিশ্বকাপে দলকে খেলতে হবে আমাদের জন্য, দেশের জন্য। দলকে মনে রাখতে হবে তারা কোটি কোটি দেশবাসীর প্রতিনিধিত্ব করছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলকে খেলতে হবে। আশা করি এবারের বিশ্বকাপটাই হবে আমাদের জন্য সেরা বিশ্বকাপ। আমরা অতীতের সীমানা পেরিয়ে যেতে পারব এবার। আমাদের এ আশা পূরণ করবেন ১১ জন ক্রিকেটার।
অপু বিশ্বাস
বাংলাদেশ আমাদের স্বপ্ন পূরণ করবে বলেই আশা করি। ভিন্ন কন্ডিশনে খেললেও নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে জয় উপহার দেবেন। বাংলাদেশ দলকে শুভাশিষ জানাই। বিশেষ করে মুশফিকুর রহিমকে অভিনন্দন জানাতে চাই। তিনি এবং আমি বগুড়ায় একইপাড়ার বাসিন্দা। তাছাড়া সবার প্রতি রইল শুভ কামনা। আশা করি সবাই চমৎকার এক বিশ্বকাপ উপহার দেবেন আমাদের।
আইয়ুব বাচ্চু
এবার তো আমি গানে গানে ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাব। আমাদের দলকে শুভেচ্ছা জানাতে আর বাংলাদেশের দর্শকদের উৎসাহ দিতে দেশে তিনটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। 'বিসিবি ওয়ার্ল্ড কাপ ২০১৫ কিক অব কনসার্ট' আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি যেহেতু সংগীতেরই মানুষ, তাই গান দিয়েই ক্রিকেট দলকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেয়ে ভালো লাগছে। পাশাপাশি অবশ্যই চাইব বাংলাদেশ প্রতিটি ম্যাচে তাদের সর্বোচ্চ পারফরম্যান্সটা দিক।
ফাহমিদা নবী
সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার। এটা বাংলাদেশি হিসেবে অত্যন্ত গর্বের বিষয়। যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সফলতা পেলে খুব ভালো লাগে। আমার মনে হয় এবার বিশ্বকাপে অনেক ভালো করবে আমাদের ছেলেরা। পুরো ক্রিকেট দলের প্রতি অনেক শুভ কামনা রইল।
শাকিব খান
বিশ্বকাপ ক্রিকেটে আমার প্রিয় দল অবশ্যই বাংলাদেশ। নিজের দেশের বাইরে আমি কিছুই ভাবতে পারি না। বাংলাদেশ ভালো খেলছে, বিশ্বের সব বড় দলকে হারিয়েছে। এবারও হারাবে। আপন যোগ্যতায় বিশ্বকাপে নিজেদের মেলে ধরে দেশের মর্যাদা বৃদ্ধি করবে এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ দলের প্রতি রইল আমার শুভ কামনা।
শাবনূর
ক্রিকেট খেলা দেখাটা এখন নেশার মতো দাঁড়িয়ে গেছে। বিশ্বকাপ ক্রিকেটের জন্য অপেক্ষায় আছি। ভালোবাসা দিবসে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আমি অবশ্যই বাংলাদেশের সমর্থক। নিজের দেশের বাইরে কিছুই ভাবি না। আমার বিশ্বাস বাংলাদেশ দল এবার অনেক ভালো করবে। ক্রিকেট দলকে আমার আন্তরিক শুভ কামনা।
হাবিব ওয়াহিদ
এবার বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার জন্য একটি গানও করেছি। 'চলো বাংলাদেশ' শিরোনামে এ গানটি গ্রামীণফোনে থিম সং হিসেবে প্রকাশ পেয়েছে। অনেক ভালো সাড়া পাচ্ছি। এতটা ভালো সাড়া পাব ভাবিনি। গানটি বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেট অনুরাগীদের কিছুটা উৎসাহ দিলে সেটাই হবে সার্থকতা। আর বাংলাদেশ দলের জন্য শুভ কামনা থাকল।
হৃদয় খান
আমি ক্রিকেট খেলার ভক্ত। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। আমাদের দামাল ছেলেরা এখন অনেক ভালো খেলছে। এবার তারুণ্যে গঠিত দল আমাদের। সবাইকে ঠাণ্ডা মাথায় ধৈর্য ধরে খেলতে হবে। আমার মনে হয় সর্বোচ্চটা দিতে পারলে আমরা এবারও অনেক ভালো করব। শুভ কামনা থাকল পুরো দলের প্রতি।