নতুন কাজের খবর কি?
মুরাদ পারভেজ রচনা ও পরিচালনায় আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি একটি একক নাটকে অভিনয় করতে যাচ্ছি। নাটকটির নাম ' পুতুল যাত্রি'। নাটকের গল্পটি একটু ভিন্ন। আপাতত এ একটি নাটকের কাজ করছি এখন।
চলচ্চিত্রে অভিনয়ের কি অবস্থা?
মুরাদ পারভেজ দুটি ছবির কাজ করবে। তার মধ্যে এপ্রিল মাস থেকে দৌড় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আছে। ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করছি আমি। এ ছাড়া আরও একটি নতুন ছবিতে কাজ করার কথা আছে। সময় হয়ে আমি সবাইকে জানাব।
দৌড় চলচ্চিত্রের গল্পটি নিয়ে কিছু বলেন।
আজ থেকে বছর দশেক আগে বিটিভিতে প্রচারিত হয় মুরাদ পারভেজের পরিচালনায় ধারাবাহিক নাটক দৌড়। ওই সময় নাটকটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল। নাটকটি প্রচারের সময় অনেকই বলেছিল এই ধারাবাহিকটির গল্প নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে। গল্পটি একটু থ্রিলার ধাঁচের। ওই সময় রাত্রী নামের একটি চোরের চরিত্রে অভিনয় করেছিলেন সুইটি আপু। আর এই ছবিতে ওই চরিত্রটিকে অভিনয় করছি আমি।
এটি আপনার কত নম্বর ছবি?
দৌড় আমার ছয় নম্বর ছবি। 'আয়না'র মধ্য দিয়ে বড় পর্দায় আমার যাত্রা শুরু হয়। এরপর একে একে কাজ করলাম খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু ও বৃহন্নলা ছবিতে।
আপনি দুই মাধ্যমেই কাজ করছেন। কোন মাধ্যমে কাজ করতে ভালো লাগে?
আমি কিন্তু শুরু থেকেই দুই মাধ্যমে কাজ করে আসছি। আমি সব সময় কাজের পরিমাণের চেয়ে মানের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। তাই বছরজুড়ে ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি।
নৃত্য চর্চা কেমন চলছে?
আমি বাফার নাচের শিক্ষক। নাচটাতো আমার চর্চায় রাখতেই হবে। বিশেষ কোনো নাচের অনুষ্ঠান ছাড়া এখন আর দর্শকদের সামনে আসা হয় না।
* আলী আফতাব