'আমার ভাঙ্গা তরী, ছেঁড়া পাল' শিরোনামের একটি ফোক গানের মধ্য দিয়ে সংগীত ভুবনে আলোচনায় আসেন তরুণ কণ্ঠশিল্পী কিশোর পলাশ। সম্প্রতি তিনি শুরু করেছেন তার তৃতীয় একক অ্যালবামের কাজ। এর আগে ২০১৩ 'জয় গুরু' ও ২০১৪ সালে 'ভবের বাড়ি' শিরোনামের দুটি একক অ্যালবাম প্রকাশ করেন কিশোর। এ ছাড়া ২০১২ 'একজোড়া' নামের একটি ডুয়েট গানের অ্যালবামও আছে বাজারে।
অ্যালবামে গানের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। তার মধ্যে, আকিব পারভেজ ও মাশরুর পারভেজ পরিচালিত 'অদৃশ্য শত্রু'। রাশিদ পলাশ পরিচালিত 'নাইওর' এবং নাঈম তালুকদার পরিচালিত 'অন্যপথ' ছবিতে প্লেব্যাক করেছেন কিশোর। এ প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, 'আমি একটু ভিন্ন ধারার গান দিয়ে আমার নতুন অ্যালবামটি সাজানোর চেষ্টা করছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।