আমদানিকৃত বাকি তিন হিন্দি ছবি প্রদর্শনে আর বাধা রইল না। গতকাল হিন্দি ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করেন আদালত।
আমদানি নীতিমালা আদেশ-২০০৯-২০১২-এর অধীনে ইন উইন এন্টারপ্রাইজ ২০১২ সালের ৩০ জুন চারটি ভারতীয় হিন্দি ছবি- ওয়ানটেড, ডন টু, তারে জামিন পার ও থ্রি ইডিয়টস আমদানি করে। এসব ছবির প্রদর্শন বন্ধের আবেদন জানিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে তৎকালীন সভাপতি শহিদুল ইসলাম খোকন হাইকোর্টে একটি রিট আবেদন করেন [নম্বর ১৫২৫/২০১৪] এবং স্থগিতাদেশ চাইলে আদালত তা না দিয়ে রুল জারি করেন।
গত ২৩ জানুয়ারি 'ওয়ানটেড' ছবির মুক্তির তারিখ ধার্য হলে পরিচালক সমিতির পক্ষে মহাসচিব মুশফিকুর রহমান গুলজার ঢাকা দ্বিতীয় সহকারী জজ আদালতে ওই হিন্দি চার ছবি প্রদর্শন বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ২০ জানুয়ারি মামলা করেন [মামলা নম্বর ২৯/২১৫]। ছবি প্রদর্শন শুরু হলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে ২৬ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আরেকটি আবেদন এই আদালতে পেশ করা হয়। এতেও নিষেধাজ্ঞা পাওয়া যায়নি। ফলে ৩ ফেব্রুয়ারি ১৫২৫/২০১৪ রিট মোকদ্দমার আওতায় আবার একটি নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। গতকাল এ নিষেধাজ্ঞার আবেদনের শুনানি হয়। এতে আদালত আমদানিকৃত চার হিন্দি ছবি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানান। আদালত আরও জানান, ১৫২৫/২০১৪ মূল মামলাটি শুনানির জন্য প্রস্তুত হলে আগামীতে এটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।
ইন উইন এন্টারপ্রাইজের পক্ষে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত কুমার দাস বলেন, এ আদেশের মধ্য দিয়ে হিন্দি ছবি আমদানিতে চলচ্চিত্র ঐক্যজোটের বেআইনি ও জালিয়াতির অভিযোগ মিথ্যা প্রমাণ হলো। আপাতত বাকি তিন হিন্দি ছবি ডন টু, তারে জামিন পার ও থ্রি ইডিয়টস প্রদর্শনে আর কোনো বাধা রইল না। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার মূল মামলা ১৫২৫/২০১৪-এর ওপর পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। আশা করছি এতে নিষেধাজ্ঞা পাব।